Wednesday, November 7, 2012

আমার বাংলা

আমার বাংলা

- শুভঙ্কর সেনগুপ্ত

-----------------------------------------

আবার আমি যাচ্ছি চলে, আমার বাংলার আঁচল কোলে -

দেখছি স্বপ্ন নীল্ চোখেতে, আমার বাংলা আমার বুকেতে -

বাঁধছি আশা স্বপ্ন ঘিরে , বাংলা মোদের গঙ্গা তীরে ,

মাঠ পেরিয়ে , ঘাট পেরিয়ে, রেল চলছে তর তরিয়ে -

মাঝখানেতে ধানের ক্ষেত , সবুজ পাতায় শিশির বেশ  ,

সেই সকালের দোয়েল ডাক , মাছরাঙ্গা একঝাক  -

সবুজ বনের মিষ্টি হাসি , বলছে এবার কাছে আসি  ,

বলতে বলতে সকাল বেলা , আর মাত্র আরেক বেলা  -

ভাবনাগুলো যাচ্ছে বেড়ে , প্রত্যাশার সব সীমা ফুঁড়ে  -

মায়ের হাতের নাড়ুর টান , গ্রাম বাংলার বাউল গান ,

ভাসছে মন, যাচ্ছে আজ, দেখতে বাংলার রঙিন সাজ -

বাংলা মোর মাতৃভূমি , রূপসী বাংলা আজও তুমি ,

আজও তোমার রঙের ছটা , ছড়িয়ে আছে দৃশ্য পটে -

নিন্দুকরা বলে বলুক, যায় আসে না কিচ্ছু তাতে ।

বাংলার সেই সবুজ ঘাস , সকালে তে শিউলি সুভাস  ,

যায়নি ভুলে কিছুই আজও, স্মৃতিগুলি জ্যান্ত আজও -

বছর পরে দেখা হবে , দেখব তোমায় নতুন ভাবে ,

ভাসছে মন তোমার গানে , ঘরের পথের ব্যাকুল টানে ।। 

--------------------------------------------

All rights reserved to Subhankar Sengupta
  

Monday, November 5, 2012

স্বপ্ন বিলাস

স্বপ্ন বিলাস

- শুভঙ্কর সেনগুপ্ত

-----------------------------------------

স্বপ্ন গুলো এলোমেলো , নীল্ চোখেতে আশা -

চাইছে মন একটুখানি আলতো ভালবাসা ।

দূর স্বপ্নের হাতছানি আর , তোমার চোখের কালো -

বলতে পর, চাঁদের কেন মিষ্টি এত আলো ।

ঘর বাঁধার স্বপ্ন যে মন , চাইছে নাকো আজ -

চইছে মন , পাছি কোথায়, লাল গোধুলি সাঁজ ।

আশা তবু আশা আছে, বুকভরা আশা -

স্বপ্ন জুড়ে এগিয়ে চলা , আর উম্মাদ ভালবাসা ।

ভাবতে ভাবতে বিকেল হলো, সূর্য নামে পাটে -

আসছে আবার সাঁজের বেলা, নীল্ গঙ্গার ঘাটে।

চলো সেথায় যাই চলে যাই, দূর স্বপ্ন কাছে পেতে চাই,

ভাবনাগুলো ভেসে বেড়ায় , তোমার আঁচল ঘিরে -

আবার আমি দেখব স্বপ্ন, ঘরের কোনে ফিরে ।

তোমায় কিছু বলার আছে, স্বপ্নগুলোর কথা -

শুনবে তুমি? বুঝবে তবে নৃসংস সব ব্যথা ।

কাব্য করে লিখছি তা  আজ , লাগতে পারে ভালো -

স্বপ্নগুলো রঙিন হলেও, বাস্তবটা কালো ।

নিভৃত সেই আঁধার মাঝে, গুমোট করা হাসি -

সত্যি বলছি , আমি তোমায় আজও ভালবাসি ।।

------------------------------------------------

All rights reserved to Subhankar Sengupta 

Sunday, November 4, 2012

অসহায়

অসহায় 

 - শুভঙ্কর সেনগুপ্ত 

-----------------------------------------------
বিস্তৃত মাঠ আর ক্ষরতপ্ত মরুভূমি ,
স্বপ্নগুলো মরিচিকার ন্যায় , পথিকের খোঁজে অন্তহীন ।
বৃষ্টিভেজা পায় ,একটু একটু করে সবুজ ঘাসের ছোঁয়া -
শিশির স্তব্দ সকালে,  শালিকের কিচির মিচির ।


ধুসর স্মৃতিগুলি আজ বড়ই রঙিন ,
অজাচিতি ঝড়ের মত ,বার বার বিধস্ত করে যাচ্ছে -
সমুদ্র সৈকতের জন বসতিকে ।


সময় বয়ে যায় -
ঝড় স্তব্ধ আকাশের অপেক্ষায় ,
অগুন্তি মানুষের ভিড় -
আর সেই দৃপ্ত মুখ গুলির প্রতিক্ষায় ।


জীবনের কাছে ফিরে আসার -
মৃত্যুর সেই অবিরাম চেষ্টা ,
ভ্রাম্যমান স্পৃহাগুলি ,
আজ চায় হাতছানি দিতে ।


বাষট্টির সেই ব্যর্থ প্রচেষ্টা -
অজও তাড়া করে বেড়ায় ,
আজও সীমান্তের থেকে বহু দুরে দাঁড়িয়ে -
অসহায় সেই মুখ গুলিকে দেখা যায় ।।
-------------------------------------------

All rights reserved to Subhankar Sengupta 

Friday, November 2, 2012

জাতবাজি

জাতবাজি 

 - শুভঙ্কর সেনগুপ্ত 

----------------------------------------

জাতের নামে বজ্জাতি সব ,

জাত  জালিয়াত খেলছ জুয়া -

ছুলেই তোদের জাত চলে যায় ,

জাত মামার বাড়ির নয়কো মুয়া ।।


তোমার লেখা তোমার গান ,

ভুলি নি কেও আমরা কবি -

জওয়ান বুড়ো, বাচ্চা খোকা ,

শিশু কিশোর, ছোট্ট নবী ।।


প্রশ্ন তবে উঠছে বল ,

মানছি কোথায় সেসব গান -

গ্রাম বাংলায় আজও আছে -

নক্শিকাথার উপখ্যান ।।


আজও চলে ধর্মের নামে ,

লোক ঠকানো ব্যাবসা বাজি -

ধর্মভীরু মানুষকে তাই -

ঠকাচ্ছে সব পণ্ডিত কাজী ।।


উচ্চ বর্ণ মানুষ গুলো ,

নিজেদের সব ব্রাক্ষণ বলে -

ব্রক্ষ জ্ঞানের হদিস নেই আর -

বামুন বলে বড়াই করে ।।


ওরে পাগল শাস্ত্র পড়িস ,

কোন শাস্ত্রে আছে লেখা -

পৈতে টা গলায় দিলে -

ব্রাক্ষণ হওয়ার গল্প কথা ।।


বিয়ের সময় জাতের হিসাব ,

অ ব্রাক্ষণ তাই অচ্ছুত জাত ?

তুই যে ব্রাক্ষণ, প্রমান কি তার ?

গলায় পৈতের অজুহাত ।।


ছার এইসব জাতবাজি আর ,

ঠকাস নেকো মানুষ জনে ,

করবিই যদি জাতবাজি তো -

সমাজটা ছাড় থাকগে বনে ।।

  ----------------------------------

All rights reserved to Subhankar Sengupta