Monday, November 5, 2012

স্বপ্ন বিলাস

স্বপ্ন বিলাস

- শুভঙ্কর সেনগুপ্ত

-----------------------------------------

স্বপ্ন গুলো এলোমেলো , নীল্ চোখেতে আশা -

চাইছে মন একটুখানি আলতো ভালবাসা ।

দূর স্বপ্নের হাতছানি আর , তোমার চোখের কালো -

বলতে পর, চাঁদের কেন মিষ্টি এত আলো ।

ঘর বাঁধার স্বপ্ন যে মন , চাইছে নাকো আজ -

চইছে মন , পাছি কোথায়, লাল গোধুলি সাঁজ ।

আশা তবু আশা আছে, বুকভরা আশা -

স্বপ্ন জুড়ে এগিয়ে চলা , আর উম্মাদ ভালবাসা ।

ভাবতে ভাবতে বিকেল হলো, সূর্য নামে পাটে -

আসছে আবার সাঁজের বেলা, নীল্ গঙ্গার ঘাটে।

চলো সেথায় যাই চলে যাই, দূর স্বপ্ন কাছে পেতে চাই,

ভাবনাগুলো ভেসে বেড়ায় , তোমার আঁচল ঘিরে -

আবার আমি দেখব স্বপ্ন, ঘরের কোনে ফিরে ।

তোমায় কিছু বলার আছে, স্বপ্নগুলোর কথা -

শুনবে তুমি? বুঝবে তবে নৃসংস সব ব্যথা ।

কাব্য করে লিখছি তা  আজ , লাগতে পারে ভালো -

স্বপ্নগুলো রঙিন হলেও, বাস্তবটা কালো ।

নিভৃত সেই আঁধার মাঝে, গুমোট করা হাসি -

সত্যি বলছি , আমি তোমায় আজও ভালবাসি ।।

------------------------------------------------

All rights reserved to Subhankar Sengupta 

No comments:

Post a Comment